ধূমকেতু নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে ডুবোচরে আটকে ডুবতে বসা একটি লঞ্চে থাকা ৩০০ যাত্রীকে উদ্ধার করে নিরাপদে নিয়েছে মাওয়া কোস্টগার্ড।
শুক্রবার বিকালে শিমুলিয়া ঘাট থেকে এমভি মালেক দরবেশ-১ নামের লঞ্চটি মাঝিরকান্দি যাওয়ার পথে নদীর জাজিরা পয়েন্ট ডুবোচরে আটকে দুর্ঘটনার কবলে পড়ে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে উদ্ধার করত সক্ষম হয় কোস্টগার্ডের সদস্যরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের সিনিয়র চিফ পেটি অফিসার মতিউর রহমান জানান, শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর নিচে ডুবোচরে আটকে দুর্ঘটনাকবলিত লঞ্চটি একপাশ হেলে ডুবে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোস্টগার্ড সদস্যরা।
লঞ্চে থাকা প্রায় ৩০০ যাত্রীকেই এ সময় নিরাপদে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছার কারণেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
উদ্ধারকৃতদের আরেকটি লঞ্চ ফারজানা-১০ ও অন্যান্য নৌযানের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয়।