ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ঐতিহ্যবাহী সাম্পান বাইচ ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সহযোগিতায় দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে আজ বিকেল ৩টায় আয়োজনের মূল আকর্ষণ সাম্পান বাইচ অনুষ্ঠিত হবে।
কর্ণফুলী নদীর উত্তর পাড় অভয়মিত্র ঘাট (নেভাল-২) থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের চরপাথরঘাটা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এ বাইচ অনুষ্ঠিত হবে। বাইচে অংশ নিচ্ছে চট্টগ্রাম ইছানগর-বাংলাবাজার সাম্পান মালিক সমিতি, ইছানগর সদরঘাট সাম্পান মালিক সমিতি, চরপাথরঘাটা-ব্রিজঘাট সাম্পান চালক সমিতি, চরপাথরঘাটা-ব্রিজঘাট ব্যবসায়ী মালিক সমিতি, পুরাতন ব্রিজঘাট মাছ ব্যবসায়ী সমিতি, মালেক শাহ দ্বীপ কালা মোড়ল সমিতি শিকলবাহা, মোহাম্মদ তারেক-মাদরাসা পাড়া, শেখ আহমদ মাঝি-শিকলবাহা, সদরঘাট সাম্পান মালিক সমিতিসহ চট্টগ্রামের মোট ১০ জন মাঝি ও তাদের দল। খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন একটি ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন।
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কর্ণফুলী নদী দখল ও দূষণমুক্ত রাখতে জনসচেতনতা সৃষ্টির করতে সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সাম্পান শোভাযাত্রায় বক্তারা বলেন, বন্দর মোহনা থেকে হালদা মোহনা পর্যন্ত ১৬ কিলোমিটার কর্ণফুলী রক্ষার দায়িত্ব চট্টগ্রাম বন্দরের। বন্দর কর্তৃপক্ষ নিজেদের খেয়ালখুশি মতো নদীর তীর ও নদী লিজ দিয়েছে। কিন্তু কর্ণফুলী ড্রেজিং ও দখলমুক্ত করেনি। বঙ্গবন্ধু সারাজীবন নদী ও নৌকাকে ভালবেসেছেন। তার জন্মশতবার্ষিকীর এই শোভাযাত্রায় একটাই দাবি নদী দখল ও দূষণমুক্ত হোক।