ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিট পুলিশিং সমাবেশে মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘আমি চায় রাজশাহী মহানগর শান্তির নগরী, শিক্ষার নগরী, সিল্ক সিটি গ্রিন সিটি, রাজশাহী মহানগর হবে অন্যান্য মহানগরীর চেয়ে ডিফারেন্ট মডেল। এই মডেলকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য আমাদের মেয়র মহোদ্বয়সহ অন্যান্য যারা আমাদের পুলিশের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেছে তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানায়। একটা কথা বলতে চায়, আজকের নারীরা হচ্ছে আমাদের অর্ধাঙ্গিনী। একটা সমাজের উন্নয়নের জন্য পুরুষের পাশাপশি নারীর অবদান অত্যান্ত সক্রিয়। আমাদের দেশের পুরুষের সমান নারীর অধিকার নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরালস পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী ২০২১, ২০৪২ এবং ২০৭১ সালের ১০০ বছর পূর্তি উপলক্ষে এবং আমাদের উন্নত ডেলটা প্ল্যানের প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে প্রত্যয় ব্যক্ত করেছেন তার ধারাবাহিকতায় চলতে গেলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’
শনিবার বেলা ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বোয়ালিয়া মডেল থানার উদ্যোগে ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে এ কথা বলেন তিনি।
নারী ধর্ষণ ও নির্যাতনের ব্যাপারে তিনি বলেন, নারীকে পিছিয়ে রেখে একটা সমাজ একটা দেশ কখনো এগিয়ে যেতে পারে না। নারীরা হচ্ছে আমাদেরই মা, আমাদের বোন, আমাদের সন্তান। তাদের ভিতরে সহনশীলতা হতে হবে। যখন আপনি নারীকে ধর্ষণ করতে যাবেন তখন চিন্তা করবেন যে আমার বোন, আমার না হয় আমার মা, না হয় আমার সন্তান। এই জিনিসটা বিবেচনা করে আপনাদের মাথায় একটা কথা ঢুকিয়ে দিলাম। এটা আপনারা স্মরণ করে রাখবেন। সামাজিক মূল্যবোধ এবং সামাজিক অবক্ষয় থেকে আমাদের সমাজ যেভাবে খারাপের দিকে যাচ্ছে, এটা যদি ধারাবাহিকতা র²া করে তাহলে আমরা দেশ এবং জাতি হিসেবে পিছিয়ে পড়বো।
পুলিশ কমিশনার যুবসমাজকে হুশিয়ারী দিয়ে বলেন, এই সমাজের নৈতিক অবক্ষয় হয়েছে। এই নৈতিক অবক্ষয় কোন থেকে, পারিবারিক থেকে, সমাজ থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে। একটা পরিবারের মা, সন্তান এবং শিক্ষক সবাইকে সচেতন হতে হবে। আমার সন্তানরা কোথায় যায়। আপনারদের চাহিদা ছিলো রাজশাহী মহানগর পুলিশের কিশোর গ্যাং, বাইক পাটি। আজকে দেখেছেন কিশোর গ্যাং, বাইক পাটি নেই। এই সন্তানরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, আজকে যে পজিশন আমি অকুপাই করেছি, আমার সন্তানরা রাজশাহীর সন্তানরা এই পজিশন অকুপাই করবে। আমি সারাজীবন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার থাকবো না। You are Occupied My Position, Today Ours Tomorrow Yours Position. আজকের দিনটা আমার, আগামী দিনটা তোমাদের জন্য। আমাদের যুব সন্তানদেরকে বলতে চায়, আজকে তোমরা আমাদের দেশের একটা এসেট।
পুলিশ কমিশনার অভিভাবকদের বলেন, আমি অভিভাবকদের একটা মেজেস দিতে চায়। আমাদের সন্তান কোথায় যায়, কোথায় বেড়ায়, কি করে, কি খায়, সন্ধ্যার পরে কোথায় যায় সেটা খবর নিবেন। এটা আমার রিকুয়েস্ট, আমি এক চুল পরিমাণ ছাড় দিবো না। আমি যদি রাজশাহীতে দশ দিন থাকি তাহলে দশ দিনই কাজ করে যাবো। আমি একটা কথা বলে দিতে চায়, এখানে কোন মাদক থাকবে না, জঙ্গি থাকবে না, কোন সন্ত্রাসী থাকবে না। শুধু থাকবে শান্তির নগরী, মানুষ শক্তিতে বসবাস করতে পারে। আমাদের নারী সমাজের প্রতি সবাইকে সহনশীল হতে হবে। প্রধানমন্ত্রী যে শক্ত আইন করেছেন আমি তার এক বিন্দু পরিমাণ ছাড় দিবো না। যারই সন্তান হোক না কোন যে বখাটে পোনা করবে, যে পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় ইভটিজিং করবে তাদের ছাড় দেবো না। আমি সিসি টিভি ক্যামেরা লাগিয়ে সারা রাজশাহীকে নিরাপত্তার চাদরে ঢেকে দিবো। এক চুল পরিমাণ ক্রাইম হবে না।
সমাবেশে বোয়ালিয়া মডেল থানার উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, ক্রাইম এন্ড অপ্স’র অতিরিক্ত পুলিশ কমিশনার সালমা বেগম পিপিএম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্চনা সরকার, মালোপাড়া শাহী মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, শিমুর মেরোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের শিক্ষিকা সাবেরা ইয়াসমিন, শ্যামল কুমার ঘোষ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম।
কোরআন তেলাওয়াত করেন, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইমাম মাওলানা বোরহান।
সমাবেশে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ সাধারণ নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।