ধূমকেতু নিউজ ডেস্ক : বিকাশ ও নগদের মাধ্যমে গেটওয়েতে আটকে থাকা ই-কমার্স গ্রাহকদের ২ কোটি ৬১ লাখ টাকা ফেরত সংক্রান্ত বিষয়ে তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে এই টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
গেটওয়েতে আটকে থাকা ২ কোটি ৬১ লাখ টাকা ফেরত চেয়ে গত ২৪ অক্টোবর হাইকোর্টে রিট করেন ২২ গ্রাহক। রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার আশফাকুর রহমান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।
অর্থসচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপকসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।