ধূমকেতু নিউজ ডেস্ক : এক সময়ের নন্দিত ও জনপ্রিয় উপস্থাপিকা মুনমুনকে এখন আর পর্দার সামনে দেখা যায় না। মিষ্টি কথায় মন ভুলানো এই উপস্থাপিকা বিয়ের পর পাড়ি জমান কানাডায়। সেখানেই স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।
সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। ফিরেই জানালেন খুশির খবর। প্রথমবারের মত তিনি মা হয়েছেন। গত বছরের ২৪ মে কানাডায় তার মেয়ে ঈমান হোসেনের জন্ম হয়েছে। মেয়ের প্রথম বাংলাদেশ সফর নিয়ে বেশ উৎফুল্ল মুনমুন জানিয়েছেন, খুব অল্প সময়েই ঈমান তার দাদী, নানা, খালা, ফুফুদের সাথে মিশে যেতে পেরেছে। বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য খেলার সাথী পেয়ে আমাকে আর ওর বাবাকে যেন ভুলতে বসেছে।
মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে আমন্ত্রিত হয়ে এসে মুনমুন তার জীবনের অনেক অজানা গল্প জানিয়েছেন। জানিয়েছেন, প্রায় দেড় বছর ধরে মাতৃত্বের স্বাদ পেয়ে জীবনকে নতুনভাবে উপভোগ করতে শিখেছেন। জীবনের নতুন অর্থ বুঝতে শিখেছেন। জীবনের সব ক্ষেত্রে স্বামী তৌফিক হোসেনের অবদানের কথাও স্বীকার করতে ভোলেন না মুনমুন।
আসছে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত মুনমুন দেশেই থাকবেন। মনের মত কোনো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেলে সে জায়গাটিতেও ফিরে যেতে চান তিনি। কারণ উপস্থাপকের আসন তো বটেই, সহকর্মী ও দর্শকদেরও ভীষণভাবে মিস করেছেন তিনি।
তবে মুনমুন আশাবাদী, বেশ কয়েক বছর পর তিনি একেবারে বাংলাদেশে ফিরে আসবেন। বিদেশে ক্রিয়েটিভ ইন্টাস্ট্রি নিয়ে আরো একটি মাস্টার্স ডিগ্রী শেষ করেছেন তিনি। সে বিষয় নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে কিছু করতে চান। মা হবার আগে কানাডার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে চাকরী করছিলেন তিনি। এবার কানাডায় ফিরে পুনরায় চাকরীতে যোগ দেয়ার ইচ্ছা রয়েছে তার।
রুম্মান রশীদ খান ও লাবণ্য’র উপস্থাপনায়, জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর এই পর্বটি প্রচারিত হবে আসছে ১৫ নভেম্বর, সোমবার, সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।