ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে আজ রোববার চাঁপাইনবাবগঞ্জে এসএসসি, দাখিল, কারিগরি সমমান পরীক্ষা শুরু হয়েছে।
এবার পরীক্ষায় জেলায় ৫টি উপজেলার ২৯টি কেন্দ্রে ২০ হাজার ৫’শ ৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
সকালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে পরিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে।
পরিক্ষা চলাকালে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এবার জেলায় ৫টি উপজেলায় ২’শ ৪১টি মাধ্যমিক বিদ্যালয়,১’শ ৩৩ টি দাখিল মাদ্রাসা, ১টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টেক্সটাইল) ও মাধ্যমিক কারিগরী ভোকেশনাল ইন্সটিটিউট এবং দাখিল ভোকেশনাল ২০ হাজার ৫’শ ৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদরে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ৭টি কেন্দ্রে ৬৭০৬ জন, গোমস্তাপুরের ৭ টি কেন্দ্রে ৩৫৫৫ জন শিবগঞ্জে ৫টি কেন্দ্রে ৬৮৩৭ জন, নাচলের ৫টি কেন্দ্রে ২০৫৩ জন ও ভোলাহাটের ৪টি কেন্দ্রে ১৩৫২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।