ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইওআরএ সদস্য দেশগুলোর মাধ্যমে পরিবেশ বান্ধব অর্থনীতির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, ‘আইওআরএ সদস্য দেশগুলোকে সবুজ অর্থনীতির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।’
রাজধানীতে বুধবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত আইওআরএ’র সদস্যভূক্ত ১২টি দেশের প্রতিনিধি দলের বৈঠককালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন।
ইন্ডিয়ান ওশান রিম আসোসিয়েশন (আইওআরএ) এর পরবর্তী সভাপতি দেশ হিসেবে বাংলাদেশ বুধবার ঢাকায় ২১তম আইওআরএ কাউন্সিল অব মিনিস্টার্স (সিওএম) বৈঠকের আয়োজন করেছে।
সূত্র : বাসস