ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার সমৃদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের যথাযথ সংরক্ষণ, সমৃদ্ধকরণ ও ব্যবহার নিশ্চিতকরণে জেলার নলডাঙ্গা উপজেলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ সময় উপজেলার ব্রক্ষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শামীম আহমেদ।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন প্রমুখ।
নলডাঙ্গা উপজেলার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন কাজ সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন এসব কর্ণারের সমৃদ্ধকরণ ও যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং মূল্যায়নের লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলার সকল প্রতিষ্ঠানের কর্ণারসমূহ মূল্যায়ন করে পাঁচটি শ্রেণীতে তিনটি করে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রাথমিক বিদ্যালয় শ্রেণীতে প্রথম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক শ্রেণীতে প্রথম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে শহীদ নজমুল হক সরকারি কলেজ, কারিগরি শ্রেণীতে মাধনগর বি এম এন্ড টেকনিক্যাল কলেজ এবং মাদ্রাসা শ্রেণীতে খাজুরা ফাজিল মাদ্রাসাকে এই সম্মাননা প্রদান করা হয়।
পরে অতিথিবৃন্দ ব্রক্ষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার পরিদর্শন করেন।