ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে নৌকার মাঝি পরিবর্তনের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বারবার নির্বাচিত রাইগাঁ ইউপি চেয়ারম্যান মনজুর আলম মঞ্জু নৌকার মনোনয়ন বঞ্চিত হলে ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আহ্বানে মঙ্গলবার বিকাল ৫টায় দলীয় কার্যালয় (মাতাজীহাটে) এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম ফেরদৌস বিদ্যুতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শাহ আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিমান কুন্ডু, বর্তমান চেয়ারম্যান ও নৌকার মনোনয়ন বঞ্চিত মনজুর আলম মঞ্জু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মতিউর রহমান, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোকন কবিরাজ, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামশুল আলম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাকোয়াৎ হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজিজার রহমান, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বুলু, মজির উদ্দীন, বিনয় চন্দ্র, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ।
মনজুর আলম মঞ্জু তার বক্তব্যে বলেন, সারাজীবন আওয়ামী লীগ করে নিজের জন্য কিছুই করতে পারিনি। যাকে আজকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে মুক্তিযুদ্ধকালীন সময়ে তার বাবা পিস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। যুদ্ধপরবর্তী সময়ে তাদের বাড়িতে হিন্দু পরিবারের অনেক সম্পদ পাওয়া গেছে। তাই তিনি প্রধানমন্ত্রীর নিকট নৌকার মাঝি পরিবর্তনের দাবী জানান।
উপস্থিত জনগণের দাবীর প্রেক্ষিতে তিনি জানান, আগামী ২৮ তারিখের মধ্যে নৌকার মাঝি পরিবর্তন করা না হলে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। রাইগাঁ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুর আলম মঞ্জুকে বাদ দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আরিফুর রহমান সরকারকে দলীয় মনোনয়ন দেয়া হয়। সন্ধ্যায় প্রায় এক হাজার নেতা-কর্মী ও সমর্থক নিয়ে একটি প্রতিবাদ মিছিল রাইগাঁ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আগামী ২৩ ডিসেম্বর উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।