ধূমকেতু প্রতিবেদক, ঝিকরগাছা : শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা খাদ্য বিভাগের আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।
বুধবার দুপুর ১২টার সময় উপজেলার খাদ্য গুদামের এই আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী আবদুস সালাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবোধ কুমার পাল, থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) তারেক নাহিয়ান প্রমুখ।