ধূমকেতু নিউজ ডেস্ক : ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সশস্ত্র বাহিনীকে অগ্রসৈনিকের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়তই সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
সকালে গণভবন থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২১ এবং আমর্ড ফোর্সেস ওয়ার কোর্স-২০২১ এর গ্র্যাজুয়েশন সেরিমেনিতে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সম্মতিতে গ্র্যাজুয়েশন সমাপ্তকারী সদস্যদের হাতে সনদ তুলে দেয়া হয়।
শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যাতে কারো থেকে পিছিয়ে না থাকে সে লক্ষ্যে কাজ করছে সরকার। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সব সময়ই প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী।