ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমান গ্রুপে অভিযান চালিয়ে ৩০ (ত্রিশ) হাজার টাকা জরিমানা করেছে র্যাব -১২ এর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তার নেতৃতে র্যাব-১২ এর একটি দল ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোসাদ্দেক হোসাইনসহ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় আমান গ্রুপ (পশু খাদ্য উৎপাদন কারখানায়) অভিযান পরিচালনা করেন। এসময়ে পশু খাদ্যের বস্তার গায়ে কোন মূল্য লেখা না থাকায় অত্র প্রতিষ্ঠানের প্রতিনিধি ম্যানেজার এইচ এম মোস্তাফিজুর (৪৫) কে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট লেয়াকত সালমানের আদালতে হাজির করা হলে আদালত প্রতিষ্ঠানের প্রতিনিধি ম্যানেজার এইচ এম মোস্তাফিজুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ৩০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।