ধূমকেতু নিউজ ডেস্ক : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই কর্মচারী খোরশেদ আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সেশনজট নিরসন, দ্রুত ফলাফল প্রকাশ, অনলাইনে ক্লাস চালুসহ স্বাস্থ্যবিধি মেনে অনার্সের অষ্টম সেমিস্টারের পরীক্ষা নেয়ার দাবিতে করা এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীরাই হল বিশ্ববিদ্যালয়ের প্রাণ; আর শিক্ষার্থীদের পতিতা, হকার, কুলাঙ্গার বলা সেই কর্মচারীর শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানালেও এখন পর্যন্ত প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে। ক্যাম্পাসে সেই কর্মচারী বুক ফুলিয়ে দাপটের সাথে চলাফেরা করছে। দীর্ঘদিনেও তার শাস্তি নিশ্চিত না করাই প্রমাণ করে ভিসি কর্মচারীর পক্ষ অবলম্বন করেছেন এবং তিনি শিক্ষার্থীবান্ধব নন।
তারা বলেন, শিক্ষার্থীদের গালিগালাজ করার পর খোরশেদ গণমাধ্যমে বক্তব্য দিয়েছিল সে ভিসিকে বলেই আমাদের (শিক্ষার্থীদের) পতিতা বলেছে। যদি তাকে দ্রুত স্থায়ী বরখাস্ত করা না হয়, তাহলে শিক্ষার্থীরা পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন।
সেশনজট নিরসনের বিষয়ে তারা বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনসহ তাদের সকল বিভাগ অনলাইনে ক্লাস নিতে পারলে, আমাদের বিশ্ববিদ্যালয় পারবে না কেন? কেন আমাদের চার বছরের অনার্স শেষ করতে সাত থেকে আট বছর সময় লাগছে। এ সময় শিক্ষকদের উদ্দেশ করে তারা বলেন, শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলা বন্ধ করেন; না হলে শিক্ষার্থীদের পরিবারের হাহাকার আপনাদের অভিশাপে পরিণত হবে।