ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে রোববার আইসোলেশনে রাখা হয়েছে এবং এখন তাকে কোভিড-১৯ পিসিআর টেস্টের ফলের জন্য নিজ বাড়িতে অপেক্ষা করতে হচ্ছে।
তার ১৪ বছর বয়সি মেয়ের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর হারেৎজের।
রোববার সকালের দিকে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের জন্য বেনেট অধিকৃত গোলান মালভূমিতে যান এবং মেয়ের করোনা পজিটিভ হওয়ার খবর শুনে তিনি দ্রুত সেখান থেকে বাসায় ফিরে যান।
করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার পরও ইসরাইলে দ্রুতগতিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে।
বেনেটের অফিস থেকে জানানো হয়েছে, তার মেয়েকে কোভিড ১৯-এর টিকা দেওয়া হয়েছে। তবে সে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে নাকি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে তা পরিষ্কার করেনি বেনেটের অফিস।
মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে বেনেট ও অন্য সদস্যরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান এবং তাতে সবাই নেগেটিভ বলে চিহ্নিত হন।
ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার জন্য ইসরাইলিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন নাফতালি বেনেট। কিন্তু তার স্ত্রী ও মেয়ে অবকাশ কাটাতে বিদেশে গেছেন এবং এ জন্য তিনি জনগণের সমালোচনার মুখে পড়েন।
ওমিক্রন ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত এক হাজার ১১৮ জন ইসরাইলি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত খবর রয়েছে।