ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের পাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার (১ জানুয়ারি) শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু।
এসময় উপস্থিত ছিলেন, অত্র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের বাংলা শিখ্যক হায়দার আলী।
অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষিকা, সাবিনা ইয়াসমিন, লিয়াকত আলী, বিউটি খাতুন, মিঠুন সহ অত্র স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
নতুন বই নেওয়ার সময় ৫ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া অহনা বলেন, নতুন বই পেয়ে আমি খুবই খুশি। বছরের প্রথম দিন আমাদের হাতে নতুন বই তুলে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।
এদিকে ৫ম শ্রেণির আর এক ছাত্রীর অভিভাবক শরিফুল ইসলাম বলেন, বছরের পহেলা দিন নতুন বই পেয়ে ছেলে মেয়েরা খুবই খুশি হয়েছে। আমরা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে অত্র প্রতিষ্ঠানে কোনো রকম বই উৎসব ছাড়াই মাস্ক পরিধান করে অনানুষ্ঠানিক ভাবেই বই বিতরণ করা হয়।