ধূমকেতু নিউজ ডেস্ক : হোয়াইট হাউসকে করোনাভাইরাসের হট জোনে পরিণত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই মন্তব্য করেছেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম ব্যাটলগ্রাউন্ড রাজ্য ফ্লোরিডার অরল্যান্ডো শহরে দলীয় প্রার্থী জো বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মঙ্গলবার এসব কথা বলেন তিনি।
করোনা মোকাবেলায় ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে ওবামা বলেন, ‘মহামারী মোকাবেলার চেয়ে গণমাধ্যমের কাভারেজ নিয়ে বেশি ঈর্ষান্বিত ট্রাম্প।’
সম্প্রতি একটি অনুষ্ঠান থেকে ট্রাম্পের কয়েকজন সহযোগী কোভিড-১৯ আক্রান্ত হওয়ার প্রসঙ্গ টেনে ওবামা বলেন, আমিও কিছুদিন হোয়াইট হাউসে ছিলাম। আপনারা জানেন, সেখানে খুবই নিয়ন্ত্রিত পরিবেশ। তাই সেখানে ভাইরাস সংক্রমণ এড়াতে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়াই যায়।
কিন্তু এই মানুষ (ট্রাম্প) তা করেছেন বলে মনে হয় না। তিনি হোয়াইট হাউসকে ‘হট জোন’ বানিয়ে ছেড়েছেন।