ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বাগমারা উপজেলার দিপঙ্কর সাহা হত্যা মামলায় সব আসামীকে খালাস দিয়েছেন আদালত। বুধবার দুপুর দেড়টার দিকে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালত-১ এর বিচারক মোসাঃ ইসমত আরা এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম বলেন, এ মামলায় মোট আসামী ছিল ১৮ জন। এর মধ্যে জেএমবি নেতা সিদ্দিকুর রহমান বাংলাভাই অপর একটি মামলায় ফাঁসি কার্যকর হয়। এছাড়াও এ মামলার অপর চারজন আসামী বিভিন্ন সময় মারা যায়। ফলে সর্বশেষ ১৩ জন আসামীর বিচার কার্য চলে। এদের মধ্যে রায় ঘোষণার সময় ১২ জন উপস্থিত ছিলেন। অপর আসামী পালাতক রয়েছেন।
তিনি আরও বলেন, ২০০৪ সালে ২৯ এপ্রিল তৎকালীন জেএমবি নেতা বাংলা ভাইয়ের নেতৃত্বে তাদের হামিরকুৎসা ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা করা হয় দিপঙ্কর সাহাকে। এ ঘটনার পরদিন দিপঙ্করের বাবা দিজেন্দ্রনাথ সাহা বাদি হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে কোন আসামী ছিল না। তবে অভিযোগপত্রে ১৮ জনকে আসামী করা হয়।
শফিকুল বলেন, এ মামলায় ৩৭ জন সাক্ষীর সাক্ষ গ্রহন করা হয়। দীর্ঘদিন পরিচালিত এ মামলায় সাক্ষিরা আসামী সনাক্ত করতে না পারায় তাদের বেকুসুর খালাস দেন আদালত।
নিহত দিপঙ্কর রায়ের বাড়ি বাগমারা উপজেলার কাশিয়াবাড়ি গ্রামে। তিনি কাশিয়াবাড়ি খেয়া ঘাটের ইজারাদার ছিলেন।