ধূমকেতু নিউজ ডেস্ক : দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ রাখা হবে, তা নিয়ে উদ্বীগ্ন নানা মহল। এই অবস্থায় দেশে করোনা সংক্রমণ ঠেকাতে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে বিধিনিষেধের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত।
রোববার (৯ জানুয়ারি) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ও শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কারিগরি পরামর্শক কমিটির সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা সংক্রমণ পরিস্থিতির উপর প্রথম এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। ওই সপ্তাহের উপর নির্ভর করে পরবর্তীতে নির্ধারণ করা হবে করণীয়। আজকের বৈঠকের সব সিদ্ধান্ত নিয়ে সোমবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় ব্রিফ করবে বলেও তিনি জানান।
কারিগরি কমিটির ৫১তম সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।