ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় স্কুল শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (১০ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ১২ থেকে ১৭ বছর ১১ মাস ২৯ দিন বছর বয়সের শিক্ষার্থীদের এ টিকাদান কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন, একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইকবাল মাহমুদ লিটন ও ডাঃ শান্তা ফ্লোরিনা তৃষা প্রমুখ।
উল্লেখ্য আগামী পাঁচ দিনে উপজেলার সবগুলো বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে। আজ ছয়টি বিদ্যালয়ের তিন হাজার ৮৪ জন শিক্ষার্থীকে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়।