ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে শীতকালীন মহড়া পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম সাফিন।
সোমবার উপজেলার খাজুর মাঠে শীতকালীন মহড়া পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের সাথে বিফ্রিংকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম সাফিন বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনীর গুলিতে বাংলাদেশী হত্যা শূণ্যের কোঠায় আনার জন্য বিজিবির পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চলছে। বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা আগের তুলনায় অনেক কমেছে, তবে কিছু মানুষ রাতের অন্ধকারে সীমান্তের ওপারে যাওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা আক্রান্ত হচ্ছে। এটি বন্ধেও ভারত সরকার ও বিএসএফ এর সাথে বিজিবির পক্ষ থেকে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত অনুপ্রবেশ বন্ধের লক্ষে দুই দেশের সীমান্তবর্তী বাংলা ভাষাভাষি মানুষের আত্মীয়স্বজনের বাড়ীতে ও বিভিন্ন উৎসবে এবং মেলা পার্বনে সাময়িক ভাবে কার্ডের মাধ্যমে ৩ থেকে ৫ দিন মেয়াদে যাতায়াতের লক্ষে বিজিবি কাজ করছে। এ কার্ড ব্যবস্থা চালু করা সম্ভব হলে দুই দেশের জনগনের মাঝে বৈধভাবে যোগাযোগ ও সৌহাদ্য বৃদ্ধি পাবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, বিজিবিকে আধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত ও প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী একটি বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে। এসময় তাঁর সাথে বিজিবির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।