ধূমকেতু প্রতিবেদক : “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না” বিখ্যাত কন্ঠশিল্পী ভুপেন হাজারিকার সেই গান মানুষের প্রতি মানুষের দ্বায়িত্ববোধ জাগ্রত করে এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকেল ৫ টায় রাজশাহী মহানগরীর ভদ্রা বস্তি ও রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রায় ২০০ দুস্হ ও অসহায় মানুষের মাঝে “বিডি ৭১ হিউম্যান অ্যাফেয়ার” নামক এক সামাজিক সংগঠন এর সদস্যরা শীতবস্ত্র ও খাবার বিতরণ করেন ।
এসময় উপস্হিত ছিলেন সামাজিক সংগঠনের সদস্য রিফা সানজিদা চৌধুরী তিথি, ইমন, ইশিতা, মশিউর রহমান, আকলিমা খাতুন, মুক্তি, সিনথিয়া ইসলাম প্রমুখ।
এসময় সামাজিক সংগঠন “বিডি ৭১ হিউম্যান অ্যাফেয়ার” এর সদস্য রিফা সানজিদা চৌধুরী তিথি বলেন আমরা গরীব অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে সব সময় থাকতে চাই এবং তাদের জন্য কিছু করতে চায়। এজন্য তারা ভাল কাজে সকলের সহযোগিতা কামনা করেন।