ধূমকেতু প্রতিবেদক : শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেঢিয়ামে শেখ কামাল ইয়াং টাইগার জাতীয় ক্রিকেট লীগের চারদিনের ম্যাচে সাউথ জোন ৩ উইকেটে হারায় ইস্ট জোনকে।
৩য় দিনে ইস্ট জোন ব্যাট করতে নেমে ২য় ইনিংসে ৮৭,২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৮৬ রান।
সাউথ জোন একুই দিনে ২য় ইনিংশে ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে।
শুক্রবার (১৫ এপ্রিল) ৪র্থ দিনে পুনরায় ব্যাট করতে নেমে ৮৬ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান করে দিনের খেলা শেষ করে ফলে তারা ৩ উইকেট জয়লাভ করে।
দলের পক্ষে সর্বোচ্চ সাইম হোসেন ২৭ ও নুরুল হাসান ৬৩ রান করেন।
বিপক্ষে ইকবাল ৪৯ রানে ৩, আশরাফুল ৫১ ও সাজহারুল ৪২ রানে ২টি করে উইকেট নেন।