ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে-২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রাথমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে বুধবার (২৯ জুন) বিকালে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা দু’টি অনুষ্ঠিত হয়।
এতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিকে ঘাটনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল কাঁটাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিকে বালিচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা পরিচালনা করেন, আব্দুল বারিক ও নাসির উদ্দিন। খেলা শেষে পুরুষ্কার বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর আহসান হাবিব, সহকারি শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম, আব্দুর রহমান ও শাহনাজ আক্তার।
আরও উপস্থিত ছিলেন. উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউর রহমান শিমুল, প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, মনিরুজ্জামান, আকবর আলী, আমিনুল ইসলামসহ সহকারি শিক্ষক, কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।