ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও এএইচএম কামারুজ্জামান ফুটবল লীগ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগে হেলেনাবাদ কলোনী ক্লাব ২-০ গোলে রাজশাহী ফুটবল ট্রেনিং সেন্টারকে হারায়। বিজয়ী দলের পক্ষে মুনতাসির ও রাহুল ১টি করে গোল করেন।
এদিকে প্রিমিয়ার ডিভিশনে রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ ১-০ গোলে দিগন্ত প্রসারী সংঘকে হারায়। বিজয়ী দলের সাখায়াত জয়সুচক গোলটি করেন। বিজিত দলের পক্ষে রব ২টি গোল করেন।
বুধবারের খেলায় প্রিমিয়ার এ্যলাইড ক্লাব, শিরইল কলোনী স্পোর্টিং ক্লাব ১ম বিভাগে টাউন ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব অংশ নেবে।