ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মহামারী করোনার মধ্যেই একটু ঝুঁকি নিয়ে ক্রিকেটের এই সংক্ষিপ্ত পরিসরের বিশ্ব আসরের আয়োজন করতে যাচ্ছে আইসিসি।
বিশ্বকাপে বায়ো-বাবলে থাকার পরও যদি কোনো ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ বা ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা কোনো অফিসিয়ালের শরীরে করোনা সংক্রমিত হয় তাহলে গৃহীত ব্যবস্থা নেবে আইসিসি।
এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অন্তর্বর্তীকালীন সিইও জিওফ অ্যালারডাইস বলেন, আমাদের সদস্য দেশদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত এবং স্পষ্ট তথ্য দেওয়া হয়েছে। ইভেন্ট চলাকালীন যদি কোনও করোনা সম্বন্ধীয় কেস ধরা পড়ে তাহলে আমরা একটি কমিটি গঠন করেছি যারা বিষয়টি তদারকি করবে। ম্যাচ শুরুর আগে এই কমিটিই সিদ্ধান্ত নেবে। সদস্য দেশরা এই বিষয়টিতে কোনো রকম সিদ্ধান্ত নেবে না। শেষ ১২ মাসে টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে যে নিয়মগুলো ছিল সেই নিয়ম বলবত থাকবে।