ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জাতির জনক “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলা পুলিশের পক্ষে ধামইরহাট থানা পুলিশ রোববার বিকেল ৪ টায় প্রতিযোগিতার আয়োজন করে।
ধামইরহাট সফিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ধামইরহাট সুফিয়া উচ্চ বিদ্যালয় ও কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলায় ৩৭-২৭ পয়েন্টে ধামুরহাট সফিয়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে কাজীপাড়া উচ্চ জয়লাভ করে।
এর আগে খেলা উদ্বোধন করেন জেলা পুলিশের পক্ষে ধামইরহাট-পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহার আলী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ রাকিবুল হুদা, ওসি (তদন্ত) আব্দুল গনি, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি নাসির উদ্দিন, এসআই মোকারম হোসেন, এসআই নাজমুল হক, এসআই সবুজ মিয়া, এসআই শাহজহান আলীসহ থানার বিভিন্ন পদের অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।
খেলা পরিচালনা করেন, শরীর চর্চা শিক্ষক নুরুজ্জামান হোসেন, তরুন কুমার, মোকারম হোসেন, নজরুল ইসলাম, নুরল ইসলাম প্রমুখ।