ধূমকেতু নিউজ ডেস্ক : অ্যাশেজে ব্যাটিং ব্যর্থতায় প্রথম দুই ম্যাচে হারের পর বক্সিং ডে টেস্টেও প্রথম ইনিংসে ধরাশায়ী সফরকারী ইংল্যান্ড।
কামিন্স, স্টার্কদের গতিমেয় বোলিংয়ে মেলবোর্নে টেস্টের প্রথম ইনিংসে ১৮৫ রানেই গুটিয়ে গেছে জো রুটের দল। দলের পক্ষে সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক জো রুটের ব্যাট থেকে। ৮২ বলে ৪ বাউন্ডারি হাঁকিয়ে ৫০ রান করেছেন তিনি।
দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে, ৩৫।
আর বাকিরা উল্লেখ করার মতো কিছুই করতে পারেননি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। দ্বিতীয় ওভারেই কামিন্সের বলে ডাক মেরে সাজঘরে ফেরেন ওপেনার হাসিব হামিদ। কামিন্সের দারুণ এক ডেলিভারিকে সমীহ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন হামিদ।
অষ্টম ওভারে জ্যাক ক্রলিকে (১২) গালিতে ক্যাচ বানান কামিন্স। এরপর ডেভিড মালানকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন অধিনায়ক জো রুট।
মালান কামিন্সের তৃতীয় শিকারে পরিণত হয়ে ১৪ রানেই সমাপ্তি ঘটে ডেভিড মালানের ইনিংসের।
কাটায় কাটায় ৫০ করে দলীয় ৮২ রানের মাথায় মিচেল স্টার্কের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন রুট।
এরপর জনি বেয়ারস্টো একটা প্রান্ত ধরে রাখলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। বেন স্টোকস করেন ২৫ রান।
শেষদিকে ওলি রবিনসনের ২২ রান করলে ৬৫.১ ওভারে ১৮৫ রান করে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
অসি বোলারদের মধ্যে প্যাট কামিন্স আর নাথান লিয়ন পান ৩টি করে উইকেট। মিচেল স্টার্কের শিকার ২টি।
নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিয়েছে স্বাগতিকরা। এ রিপোর্ট লেখার সময় ১ উইকেট হারিয়ে ৬১ রান জমা করেছেন ইতোমধ্যে। ১২৪ রানের লিড নিয়ে এগিয়ে ইংল্যান্ড।
৪২ বলে ৫ বাউন্ডারিতে ৩৮ রান করে ক্রাউলির বলে আউট হয়ে ফিরেছেন ওয়ার্নার। ৫১ বলে ২০ রানে অপরাজিত ওপেনার মার্কাস হ্যারিস।