ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার যুদ্ধ চলছিল কে জিতে কে হারবে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শেষ পর্যন্ত স্বাগতিক রাজশাহী ০-১ গোলে বাংলাদেশ আনসার ভিডিপির খেলোয়াড় জিন্নাতের ৭৬ মিনিটের মাথায় দেয়া গোলে শেষ মূহূর্তে হেরে যায়।
ফলে বাংলাদেশ আনসার ভিডিপি চ্যাম্পিয়ন ও স্বাগতিক রাজশাহী রানারআপ হওয়ার এর গৌরব অর্জন করে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচ কমিশনার নজরুল ইসলাম জানান চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ভিডিপি, রাজশাহী হোস্ট টিম ও বেস্ট রানারআপ হিসেবে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ আনসার ও ভিডিপির জেলা কমান্ডার কামাল।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির সিরাজগঞ্জ জেলা কমান্ডার সিফাত, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ওয়াহেদুন নবী, অতিরিক্ত সাধারন সম্পাদক শামসুজ্জামান রতন, নিবার্হী সদস্য আলী আফতাফ তপন, রোকনুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারসহ অন্য কর্মকর্তাগণ।