ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আগামী ৮ জানুয়ারী থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বের আসর বসছে।
এই আসরে ৬ টি ভেন্যুর চ্যাম্পিয়ন ও বেস্ট ভেন্যুর ২টি রানারআপ নারী ফুটবল দল অংশ গ্রহণ করবে।
উদ্বোধনী দিনে এ গ্রুপের ময়মনসিংহ, স্বাগতিক রাজশাহী, নিলফামারী ও মাগুরা জেলা নারী ফুটবল দল অংশ নেবে।
অংশ গ্রহণকারী দলগুলি যথাক্রমে এ গ্রুপে ময়মনসিংহ, নিলফামারী, মাগুরা, রাজশাহী ও বি গ্রুপে রাঙ্গামাটি, সাতক্ষিরা, বাংলাদেশ আনসার ভিডিপি ও নারায়নগঞ্জ জেলা নারী ফুটবল দল।