ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফর ও ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
গত রোববার প্রধানমন্ত্রী ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফেরেন।
তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন। সেখানে বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা।