ধূমকেতু নিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এক ঘোষণায় সংসদ বিলুপ্তির ঘোষণা দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠকে বসেন রাষ্ট্রপতি।
সেখান থেকে দ্রুত সংসদ ভেঙে অন্তবর্তীকালীন সরকার গঠনের কথা জানানো হয়। মঙ্গলবার সংসদ বিলুপ্তির সিদ্ধান্তে আসতে দেরি হওয়ায় বিকাল ৩টার মধ্যে সময়সীমা বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্যথায় বঙ্গভবন ঘেরাওয়ের হুমকি দেয় তারা। তবে কোনো রকম নাটকীয়তা ছাড়াই বিকেল ৩টার দিকে সংসদ বিলুপ্তির ঘোষণা আসে।
এর আগে মঙ্গলবার ভোররাতে এক ভিডিওতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই রূপরেখার ঘোষণা দেন প্ল্যাটফর্মটির অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ছাত্রদের প্রস্তাবে রাজি হয়েছেন ড. ইউনুস।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew