ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে কেরানীগঞ্জের পূর্বাচল খেলার মাঠের পাশের এই ৩ তলা ভবন ধসে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। এরইমধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো বলে জানান তিনি।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news