ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া।
দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর বিমানবন্দর থেকে সাগরে স্বল্প পাল্লার দুইটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ নিয়ে ২০২২ সালের জানুয়ারিতে এক মাসেরও কম সময়ের মধ্যে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।
সোমবার জাপানের পক্ষ থেকেও পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দফায় দফায় এমন ঘটনাকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছে টোকিও।
এর আগে গত ১৪ জানুয়ারি দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করার কয়েক ঘণ্টার ব্যবধানেই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান