ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে হামলায় আহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে উঠছেন। তার এখন শুধু পায়ের গোড়ালিতে ব্যথা রয়েছে। শিগগিরি প্রচারণায় ফিরবেন বলে জানা গেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মমতা। আগের থেকে অনেকটাই সেরে উঠেছে আঘাতপ্রাপ্ত জায়গাগুলি।
মুখ্যমন্ত্রীর চিকিৎসার দায়িত্বে থাকা ৬ সদস্যের মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যালোচনা করছেন। পরবর্তী পর্যায়ের চিকিৎসা বিবেচনায় তাকে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেয়া হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, বাড়ি ফিরলেও এখনই তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যকলাপ শুরু করতে পারবেন না। আগামী কয়েক দিন বাড়ি থেকেই চিকিৎসা নিতে হবে তাকে।
তৃণমূল সূত্রে জানা যায়, সোমবার থেকে রাজনৈতিক কর্মসূচি শুরু করতে পারেন মমতা।
এদিকে, মমতার আহত হওয়া নিয়ে পশ্চিমবঙ্গে নানা রাজনীতি শুরু হয়ে গেছে। কোনো কোনো রাজনীতিবিদ যেমন তার দ্রুত আরোগ্য কামনা করেছেন, তেমনই অনেকে বিষয়টিকে ‘নাটক’ বলেও উড়িয়ে দিয়েছেন।