ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ (শনিবার) নতুন রাডার ও সিম্যুলেটের উদ্বোধন করেছে। সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ এ সময় উপস্থিত ছিলেন।
নতুন হরমুজ রাডার শত্রুর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের গতি, অবস্থান ও সর্বশেষ তথ্য সংগ্রহ করে তা কেন্দ্রীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেন্দ্রে পাঠাতে পারে। এছাড়া নতুন শামস সিম্যুলেটর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় অত্যন্ত কার্যকর।
সাবাহিফার্দ আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, নতুন রাডার ও সিম্যুলেটর ইরানের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়িয়ে দেবে। তিনি আরও বলেন, ইরানের বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এসব সরঞ্জাম তৈরি করেছে।
ইরানের সশস্ত্র বাহিনী সমরাস্ত্রে স্বনির্ভরতা অর্জন করেছে। ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকেই ইরান সামরিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় নানা নিষেধাজ্ঞা মোকাবেলা করে দেশটি অন্যান্য খাতের মতো সামরিক খাতেও ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।#
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
তিক ভোটের ভিত্তিতে আসন বণ্টন করতে হবে।
সকল গণতান্ত্রিক শক্তিকে মাঠে নামার তাগাদা দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই পাকাপোক্ত করার ওপর জোর দেন জোনায়েদ সাকি।
গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার আহ্বায়ক জননেতা অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ রাজশাহীর সর্বস্তরের জনগণকে নিয়ে আসন্ন জাতীয় প্রশ্নে ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান।
সভায় আরোও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার সদস্য সচিব জুয়েল রানা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের আহ্বায়ক জিন্নাত আরা, রাজনৈতিক বিষয়ক সম্পাদক নাদিম সিনা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন মিলন, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর প্রমুখ।