ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। সোমবার বিশ্ব বসতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। দিনটি উদযাপনের লক্ষ্যে বেলা ১১ টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিবসটির প্রতিপাদ্য, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। একই সাথে ভার্চ্যুলী আলোচনা হয়েছে আরডিএ সভাকক্ষে।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর আয়োজনে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আনওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিল ভার্চ্যুয়ালি যুক্ত হন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, ডিআইজি প্রতিনিধি আব্দুস সালাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও আরডিএ সভাকক্ষে উপস্থিত ছিলেন, আরডিএর ইঞ্জিনিয়ার তারিক হোসেন, রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোশিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাবলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজি, সহ-সভাপতি হুসাইন আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সিহাব পারভেজ, রেডার সদস্য এএইচএম আতিকুল হক প্রমুখ।