ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খান। তার নতুন সিনেমা ‘পাঠান’ মুক্তি পাবে ২০২২-এর স্বাধীনতা দিবসে। সেই লক্ষ নিয়েই কাজ চলছিল সিনেমাটির। কিন্তু মাঝপথে মাদক-কাণ্ডে ছেলে আরিয়ান গ্রেফতার হওয়ার পর শুটিং বন্ধ রাখতে বাধ্য হন শাহরুখ। প্রায় ১ মাস পিছিয়েছে শুটিং।
অবশেষে ছেলে ঘরে ফেরায় স্বস্তিতে আছেন শাহরুখ। ব্যবসায়িক কাজে এরইমধ্যে মনযোগ দিয়েছেন। এবার শোনা যাচ্ছে সিনেমার শুটিংয়েও যোগ দেবেন তিনি।
‘পাঠান’ ছবির শুটিং করতে আগামী মাসের শুরুর দিকে স্পেনের জন্য উড়াল দেবেন শাহরুখ খান।
যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’-এর পাশাপাশি দক্ষিণী পরিচালক অ্যাটলির একটি হিন্দি ছবির শুটিংয়ের কাজও বন্ধ করেছিলেন শাহরুখ। সেটাও শুরু করবেন ডিসেম্বরে।
ভারতীয় গণমাধ্যমে দাবি, শাহরুখ আগেই জানিয়েছিলেন ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনের পর কাজ শুরু করবেন তিনি। এই কয়েকটা দিন কাটাবেন নিজের পরিবারের সঙ্গে। সেজন্যই নভেম্বরে কাজে ফিরছেন না।
সূত্রের খবর, ছবির কাজ শুরু করার তারিখ নিয়ে কথাবার্তা এগিয়েছে। ‘পাঠান’ ছবির দু’টি গানের দৃশ্যের শুটিং হবে স্পেনের বিভিন্ন এলাকায়। লোকেশন হিসেবে এমন কয়েকটি জায়গা বেছে নেওয়া হয়েছে, যেখানে আগে কোনো বলিউড ছবির শুটিং হয়নি।
‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে।