ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবু তুরাবি ফার্দ বলেছেন, ইরানে প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এ অঞ্চলে নিরাপত্তার গভীরতাকে তাৎপর্যপূর্ণ পর্যায়ে উন্নত করতে সক্ষম হয়েছে।
আজ তেহরানের জুমা নামাজের খোতবায় ইরানের এই বিশিষ্ট আলেম ওই মন্তব্য করেন। তিনি বলেছেন, মার্কিন সরকার ও অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল যখন পশ্চিম এশিয়ায় অশান্তি ও অস্থিতিশীলতার হোতা হিসেবে ভূমিকা রাখছে তখন ইরানের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এ অঞ্চলে নিরাপত্তার গভীরতাকে তাৎপর্যপূর্ণ পর্যায়ে উন্নত করতে সক্ষম হয়েছে এবং এভাবে কেবল ইরানের জন্য নয় গোটা মুসলিম বিশ্বের জন্যও শক্তিমত্তা সৃষ্টির পথ খুলে দিয়েছে।
আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নিরাপত্তা যোগানোর ক্ষেত্রে শহীদ জেনারেল কাসেম সোলায়মানির ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আবু তুরাবি ফার্দ বলেন, শহীদ সোলায়মানি ও তাঁর সঙ্গীরা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস দমনের লড়াই চালিয়ে কেবল ইরান ও এ সংলগ্ন অঞ্চলের জনগণের জন্যই নয় এমনকি ইউরোপ ও বিশ্ববাসীর জন্যও নিরাপত্তা বয়ে এনেছেন।
তিনি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকেও শক্তিশালী করার ওপর জোর দিয়ে বলেছেন, অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা ছাড়া সমাজকে সৌভাগ্যের দিকে এগিয়ে নেয়া সম্ভব নয়।