IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সচিবালয়ে অগ্নিকাণ্ড: গঠন হলো ৭ সদস্যের তদন্ত কমিটিকাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত, ৩৮ জনের প্রাণহানি‘হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইল পুড়িয়ে দিয়েছে’অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয় পরিদর্শনে উপদেষ্টারা‘সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে’সচিবালয়ের আগুনে ফায়ার ফাইটার নয়ন নিহতসাবেক প্রেমিককে নিয়ে মালাইকার জবাবশীতের দিনে বানিয়ে নিন মজাদার ভাপা পিঠা‘আ.লীগ দেশের মানুষের রিজিক তুলে নিয়েছে’কর্ণফুলী নদীতে ভেসে উঠল নিখোঁজ দুই পর্যটকের মরদেহ‘সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়’ইসরায়েলি বাহিনী হামলা, গাজায় ৫ সাংবাদিক নিহত‘সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে’আনিসুল-সালমান-জিয়াকে অব্যাহতির চেষ্টা, জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা‘আওয়ামী লীগ খুনের মতো পৈশাচিক খেলায় মাতোয়ারা’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘মুরাদের মতো আওয়ামী লীগের সবার বিদায় হবে’

‘মুরাদের মতো আওয়ামী লীগের সবার বিদায় হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মুক্তিযুদ্ধের সময় তৎকালীন আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা ভারত পালিয়ে গিয়েছিল। দেশ স্বাধীন হয়েছে জিয়াউর রহমানের হাত ধরে। সেইদিন বেশি দূরে নয়, আমরা তারেক রহমানের হাত ধরে বেগম জিয়াকে মুক্তি করে নতুন বাংলাদেশ তৈরি করবো। শুধু মুরাদ হাসান নয়। মুরাদ হাসানের মতো আওয়ামী লীগের প্রতিটি নেতার বিদায় হবে।

মঙ্গলবার বিকালে লালমনিরহাট প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে টুকু বলেন, ৭ মার্চে শেখ মুজিবুর রহমানের ভাষণ স্বাধীনতার ভাষণ ছিলো না। এটি ছিলো পাকিস্তানের সাথে সমঝোতার ভাষণ। ২৭ মার্চ শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এ দেশে যুদ্ধ শুরু হয়েছে। এটা আওয়ামী লীগ স্বীকার করে না। কারণ এটা স্বীকার করলে শেখ মুজিবর রহমানের গ্রহনযোগ্যতা কমে যায়।

তিনি বলেন, জিয়াউর রহমান যখন যুদ্ধের মাঠে, তখন বেগম খালেদা জিয়াকে পাকিস্তানিরা গ্রেপ্তার করে। মহান মুক্তিযুদ্ধে বেগম খালেদা জিয়ারও ভূমিকা রয়েছে। তিনি মুক্তিযোদ্ধাদের সংসগঠিত করেছেন। বেগম জিয়া একজন বীর মুক্তিযোদ্ধা। এটা বলতে আওয়ামী লীগের লজ্জ্বা হয়।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ সমাবেশ শুরু হয়।

এদিকে সমাবেশে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, সমাবেশের জেলা শহরের বিভিন্ন পথে পুলিশ তল্লাশি শুরু করেন। বিএনপির নেতাকর্মীরা সমাবেশ যোগ দিতে গেলে পুলিশের পক্ষ থেকে পথে পথে নানাভাবে হয়রানি করা হয়। পুলিশের বাধা উপেক্ষা বিএনপির নেতাকর্মী পায়ে হেটে সমাবেশে যোগ দেন। এ সময় শহরের মিশন মোড় এলাকায় ছাত্রদলের মিছিলে লাঠিচার্জ করে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম, যুবদলের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সাবেক উপজেলা চেয়ারম্যান মমিনুল হক ও হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news