ধূমকেতু নিউজ ডেস্ক : টেসলা যুক্তরাষ্ট্র এবং চীন থেকে ৬,৭৫,০০০ গাড়ি প্রত্যাহার করে নিয়েছে। দুইটি মডেলের গাড়ির ট্রাংক এবং সামনের হুড সম্পর্কিত সমস্যার কারণে এমন উদ্যোগ নেয় কোম্পানিটি।
যুক্তরাষ্ট্রে টেসলার ৪,৭৫,০০০ গাড়ি চিহ্নিত করার মাত্র কয়েক ঘন্টা পরই চীনের নিয়ন্ত্রকেরা শুক্রবার প্রায় ২,০০০০০ গাড়ি প্রত্যাহারের বিষয়টি ঘোষণা দেয়।
যার ফলে জনপ্রিয় এই বৈদ্যুতিক গাড়িটির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
যুক্তরাষ্ট্রের এবং চীনের নিয়ন্ত্রকদের মতে, ট্রাংক এবং হুডের সমস্যাটি দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, মডেল থ্রি এর ট্রাংকটি বারবার খোলা এবং বন্ধ করা হলে তা পিছনে দেখার ক্যামেরার একটি তারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সূত্র- ভিওএ