ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে ফসলি জমিতে পুকুর খনন ও মাটি উত্তোলনের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভূমি সুরক্ষা ও সমাজ উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ।
বুধবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক শামিম আহমেদের হাতে এই স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূমি সুরক্ষা ও সমাজ উন্নয়ন কমিটির সভাপতি শহিদুল ইসলাম বুলবুল, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মহসিন, সহসভাপতি ওসমান গণি, বাবর আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ সংগঠনটির সদস্যবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, ৫নং বড়হরিশপুরের অন্তর্গত ভেদরার বিলের ধোলাট, শংকরভাগ, পাইকেরদোল, জাঠিয়ান, রাজাপুর এবং রহিমকুঁড়ি এলাকার প্রায় ৭ শত ভুক্তভোগী কৃষকেরা বংশ পরম্পরায় চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। এই ভেদরার বিলের মধ্য দিয়ে বন্যা মৌসুমে অতিরিক্ত পানি প্রবাহিত হওয়ার ফলে এখানে জলাবদ্ধতা হয় না। ফলে ফসলের আবাদ ভালো হয়। এই বিলে ফসলি জমি থাকার দরুন বিভিন্ন দেশীয় ও অতিথি পাখির বিচরণ লক্ষণীয় ও দৃষ্টিনন্দন। আবার মাঠকে মাঠ ফসল উৎপাদনে চোখ জুড়ানো মনোরম পরিবেশের আবহ তৈরী হয়। ধান, গম, পাট, ভুট্টা, ডাল জাতীয় শস্য, আখ, ধনিয়া, সরিষাসহ সব ধরনের ফসলের আবাদে চোখ ও মন উভয়ই জুড়িয়ে যায়। কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে মাটি ব্যবস্থাপনা ও ভূমি আইন অনুসরণ না করেই ফসলি জমিতে পুকুর খনন ও মাটি উত্তেলন করে একদিকে যেমন ফসলি জমি বিনষ্ট করছে তেমনি আপরদিকে জীববৈচিত্র্য ধ্বংস করার পাঁয়তারাও করছে। এতে করে একদিকে যেমন পুকুর খননের আশেপাশের জমিগুলোতে কৃত্রিম জলাবদ্ধতা তৈরী হওয়ার কারণে কৃষকের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে তেমনি অপরদিকে ফসলি জমি কমে গিয়ে কর্মসংস্থানও কমে যাচ্ছে।
সেকারণে এই বিলের ফসল উৎপাদনের স্বার্থে পুকুর খনন ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। তাছাড়া বিনা নোটিশে ফসলি জমিতে পুকুর খনন ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আবেদনও জানানো হয়। সেই সাথে মাটি ব্যবস্থাপনা ও ভূমি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার প্রতি প্রশাসনকে আহ্বান জানানো হয়। এছাড়া ফসলি জমিতে পুকুর খনন ও মাটি উত্তোলনের সাথে জড়িত চক্র তথা অসাধু ব্যবসায়ী ও প্রশাসনের অসাধু কর্মচারীদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আবেদনও জানানো হয়।