ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনার ঈশ্বরদীতে ১৪ (চৌদ্দ) গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য হেরোইনসহ মাদক ব্যবসায়ী বুদু প্রামানিক (৫২) কে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিসি-২।
সোমবার (১১ এপ্রিল) রাত ১০ টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দিয়াড়শাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বুদু পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন জয়নগর এলাকার মৃত ইব্রাহিম প্রামানিকের ছেলে।
র্যাব-১২, সিপিসি-২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সোমবার (১১ এপ্রিল) রাত ১০ টার দিকে র্যাব-১২, সিপিসি-২, পাবনা, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে পাবনা জেলার ঈশ^রদী থানাধীন দিয়াড়শাহপুর সাকিনস্থ ব্র্যাক অফিসের সামনে ইটের সলিং রাস্তার উপর অভিযান চালিয়ে ১৪ (চৌদ্দ) গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী বুদু প্রামানিককে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ১টি মোবাইল, ১টি সীম জব্দ করা হয়।
র্যাব-১২, সিপিসি-২ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ও পলাতক আসামী পাবনা জেলার ঈশ^রদী থানাধীন দিয়াড়শাহপুর এলাকায় রাজ আলীর ছেলে উজ্জল হোসেন (৪৫) দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।