ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বুধবার (১৪ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার জয়বাংলা মাঠে গাঁজা বেচাকেনার সময় তাঁদের আটক করা হয়।
আটক মাদক কারবারীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার লছমানপুর মিস্ত্রিপাড়া এলাকার জেনারুল ইসলাম (৩৪) ও চাঁদশিকারী গ্রামের শাহিন আলম (৩০) এবং মান্দা উপজেলার ছোটমুল্লুক গ্রামের শমসের আলী (৪৫) ও তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৪০)।
গ্রামপুলিশ কামাল হোসেন জানান, তারাবির নামাজের পর জয়বাংলা মাঠে গাঁজা বেচাকেনার সময় টের পেয়ে স্থানীয় লোকজন এলাকার চিহ্নিত মাদক কারবারী শমসের আলী ও তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগমসহ চারজনকে আটক করে। এসময় তাঁদের কাছ থেকে গাঁজার দুটি প্যাকেটে উদ্ধার করা হয়। প্যাকেট দুটির ওজন পাওয়া যায় ৪ কেজি। পরে থানায় সংবাদ দেওয়া হলে গাঁজাসহ আটক ব্যক্তিদের হেফাজতে নেয় পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।