ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
(বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ২ টায় বিকন্দখাস গ্রামের আম বাগানে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনপতি রায় বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীনকে গার্ড অব অনার প্রদান করা করেন।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী।
আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান, সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক, ইউপি সদস্য হামিদুল ইসলাম, তরুন যুব সংগঠক রাজিম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার জাহানপুর ইউনিয়নের বিকন্দখাস গ্রামের মৃত পানবর আলী দেওয়ানের ছেলে বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীন ১৩ এপ্রিল সন্ধ্যায় নিজ বাড়ীতে অসুস্থ্য অবস্থায় মৃত্যুবরণ করেন। কিছুদিন পূর্বে তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন বলে তাঁর পরিবার জানান।