ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : বাংলা নববর্ষকে অভ্যর্থনা জানিয়ে নওগাঁ জেলার সাপাহারে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বর্ষবরণ অনুষ্ঠানে সকাল সাড়ে ১০টায় সাপাহার উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলার ঐতিহ্য ঘোড়া, মহিষের গাড়ী, পালকী ইত্যাদির সম্বন্নয়ে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে এসে মিলিত হয়।
বর্ষবরণ শোভাযাত্রায় সাপাহার উপজেলা সদরের সরকারী ডিগ্রী কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, পাইলট উচ্চ বিদ্যলয় জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়, সাপাহার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
শোভা যাত্রা শেষে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।