ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান গাঁজা ও হেরোইন উদ্ধার। গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোয়েন্দা শাখা (ডিবির) অভিযানে শিবগঞ্জ উপজেলার কানসাট পুরাতন ব্রীজ মহল্লার সাঞ্জু’র ছেলে নাজিম আহম্মেদ (২৪) কে শ্যামপুর ইউনিয়নের চামাবাজার গ্রামের শ্যামপুর সনাতন সংঘ দূর্গা মন্দিরের সামনে থেকে ৫০গ্রাম হেরোইনসহ আটক করা হয়। ডিবি’র অপর অভিযানে সদর উপজেলার চর ইসলামপুর গ্রামের ইমরানের ছেলে অশিকুল ইসলাম (৩০) কে রাজারামপুর এলাকার রাজা ইট ভাটার সামনে হতে ২ (দুই) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এদিকে সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বড়ঘাট আতাহার গ্রামের সাদেকুল ইসলামের ছেলে সানাউল্লাহ (৩৫) কে ৮কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ গোবরাতলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম হতে গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।