ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : সিরাজগঞ্জের বেলকুচিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ জুন) বিকালে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, খাইরুল ইসলাম আইয়ুব ও মো রাজীব আহসান ।
প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।
বিশেষ অতিথি ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুর ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইমতিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ করে সকলকে এক হয়ে আন্দোলনকে বেগবান করার নির্দেশ দেন।
মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।