ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের কিছু অংশ ও সিরাজগঞ্জ সদর চর ইসলামপুর থেকে সিরাজগঞ্জ সদর ইছামতি আমতলা পর্যন্ত ইছামতি নদীর ওপর একটি ব্রিজ চান এলাকাবাসী। এখানে একটি ব্রিজের অভাবে বছরের পর বছর ধরে দূর্ভোগ পোহাচ্ছে দু’টি ইউনিয়নের নদী তীরবর্তী হাজারো মানুষ।
সিরাজগঞ্জ সদর বহুলী ইউনিয়নের চর ইসলামপুর গ্রামের চা বিক্রেতা সামিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়ন, সিরাজগঞ্জ সদর বাগবাটি ইউনিয়ন ও বহুলী ইউনিয়নের জনসাধারণের সরাসরি যোগাযোগের ক্ষেত্রে এক সময় খেয়া নৌকায় একমাত্র ভরসা ছিল। কিন্তু বিগত কয়েক বছর ধরে কোনো খেয়া নৌকা কিংবা বাঁসের সাঁকো না থাকায় যোগাযোগ সম্পুর্ন বিচ্ছিন্ন রয়েছে।
অত্র এলাকার বেশ কয়েজনের সাথে কথা বলে জানা যায়, প্রায় দুই যুগ আগে এ এলাকার একমাত্র যোগাযোগের সোজা পথ ছিল এই আমতলা নামক ঘাট। এখানে তখনকার সময়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করতেন। এখানে কোনো ব্রিজ না থাকায় চরইসলামপুর ও নদী তীরবর্তী ইছামতি গ্রামের যোগাযোগ রয়েছে সম্পূর্ন বিচ্ছিন্ন। তিনটি ইউনিয়নের মানুষের সাথে যোগাযোগ করতে হলে প্রায় ২/৩ কিলোমিটার ঘুরে যোগাযোগ করতে হচ্ছে। যা সবার জন্য খুবই কষ্টকর।
এমতাবস্থায় ইছামতি আমতলা নামক ঘাট থেকে চরইসলামপুর পর্যন্ত ইছামতি নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন অত্র এলাকার নদী তীরবর্তী দু’পারের হাজারো মানুষ।