ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে আগামী ২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্টিত মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম উপস্থিত সাংবাদিকদের জানায়, আগামী ২৪ জুলাই “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন করা হবে।
এই উপলক্ষে রোববার সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করন সহ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হবে। আলোচনা সভা শেষে উপজেলার ৩ জন মৎস চাষীকে পুরুস্কার প্রদান করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু সাইদ, সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, সৈকত সোবহান, ফজলে মাওলা, আবু জর গিফারী, ও আব্দুল কাদের।