ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ভাঙ্গারী দোকানের গুদাম ঘরে আগুনে প্রায় চার লাখ টাকার মালামাল ভূষ্মিভূত হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) ভোর রাতে উপজেলার আবাদপুকুর বাজারে এই ঘটনা ঘটে।
দোকান মালিক আইয়ুব মোল্লা (৭০) বলেন, তার জন্মস্থান পাবনার বেড়া উপডজেলার বড়শিলা গ্রামে। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে আবাদপুকুর বাজারে দোকান ঘর ভারা নিয়ে ভাঙ্গারীর ব্যবসা করে আসছিলেন। রোববার ভোর রাতে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসার সময় তার দোকানের গুদাম ঘরে আগুন দেখতে পান। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে রাণীনগর উপজেলা ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে টিন সেডের গুদাম ঘর এবং গুদামে থাকা ভাঙ্গারীর বিভিন্ন মালামাল পুরে ভূষ্মিভূত হয়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আইয়ুব মোল্লাহ।
তিনি বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবস্থা করে আসছিলেন।
রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসময় গুদাম ঘর থেকে প্রায় তিন লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। যদিও আমরা ধারণা করেছি প্রায় দুই লাখ টাকার মালামাল পুরে গেছে কিন্তু দোকান মালিক দাবি করেছেন প্রায় চার লাখ টাকার মালামাল ভূষ্মিভূত হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিকভাবে বলতে পারেননি।